Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Rangpurখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরে পুলিশের অভিযান অব্যাহত। গ্রেফতার করা হয়েছে জামায়াতের ১ কর্মীসহ ৭৩জন বিভিন্ন অপরাধের সাথে জড়িত আসামীদের।
পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এতে রংপুর ও মিঠাপুকুর থানায় দায়ের করা নাশকতা ও পেট্রোল বোমা হামলা মামলার জামায়াতের ১ কর্মীও রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি রয়েছে।
রংপুর মিঠাপুকুর থানার ওসি .হুমায়ন কবির বিপিএম জানান, নাশকতা ও পেট্রোল বোমা হামলার অভিযোগে মামলা থাকায় জামায়াতের ১ কর্মী দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক জানান, রংপুর জেলার ৮ থানা থেকে অভিযান চালিয়ে জামায়াতের ১ কর্মীসহ ৭৩ জনকে গ্রেফতার করার কথা স্বীকার করে বলেন, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার তাদেও বিরুদ্ধে চার্জশিট রয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের রঙপুর আদালতের মাধ্যমে রংপুর জেলে পাঠানো হয়েছে।