খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে কমিউনিটি পুলিশিং, বিভিন্ন শ্রেণিও পেশা সুধীজনের সাথে ৪ জুন দুপুরে কাপাসিয়া থানা চত্তরে পুলিশ সুপার গাজীপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন সিনিয়র এ এস পি (সার্কেল) সালেহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ হাই, চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম, চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান আলামিন, চেয়ারম্যান এম এ গাফ্ফার, চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, চেয়ারম্যান মিজান মাষ্টার, চেয়ারম্যান শাহাদাত হোসেন মাষ্টার, প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে তাজ উদ্দীন আহমদের অবদান জাতি কখনো ভুলতে পারবেন না। কাপাসিয়ার নেতৃত্বে তাজ উদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি এমপি কখনো পুলিশের ক্ষমতাকে অপব্যবহার ও চাপ প্রয়োগ করেননা।
তিনি আর ও বলেন, পবিত্র রমজান মাসে চুরি ডাকাতি ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপর থাকবে। আমি সুন্দর কাপাসিয়া চাই।