Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bagerhatখোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: এস এম রাজ ,বাগেরহাট : এবার বাগেরহাটে টার্গেট কিলিং ঠেকাতে প্রশাসন সাধারণ মানুষকে নিয়ে গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি (ডিফেন্স পার্টি) গঠন করেছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কালিমন্দিরের সামনে গ্রামবাসীদের নিয়ে গঠন করা গ্রাম প্রতিরোধ কমিটির আনুষ্ঠানিক মত বিনিময় সভা থেকে কার্যক্রমের উদ্বোধন করা হয়। সম্প্রতি সারাদেশে গুপ্ত হত্যা বেড়ে যাওয়ায় বাগেরহাটের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এই উদ্যোগ নেয়।
বাগেরহাটের নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই কমিটি গঠন করা হয়েছে। জনপ্রতিনিধি, মসজিদ, মন্দির, গীর্জা উপসনালয়ের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা গুপ্ত হত্যা ঠেকাতে বাঁশের লাঠি ও বাঁশি নিয়ে পাহারা দেবে। এসব এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। তবে কমিটির সদস্যদের নিজেদের হাতে আইন তুলে না নিতে আহ্বান জানানো হয়েছে।
প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, বাগেরহাট মডেল থানার ওসি মো. মো. মিজানুর রহমান খান, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রমূখ।