খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গড়েয়ায় অনেক দিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গত মঙ্গলবার ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রধানের নেতৃত্বে ঠাকুরগাঁও পুলিশ, বিজিবি’র উপস্থিতিতে এই উচ্ছেদ পরিচালিত হয়। অভিযানে ১০টি দোকান ঘর ও ৩টি বসদবাড়ি সহ একটি ইসলামিক কিন্টার গার্ডেন বুল্ডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এসময় হাজারো উৎসুক জনতা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, সদর রুহিয়া থানায় গড়ে উঠেছে অবৈধ মার্কিট। সরজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবস্থিত ১০ শয্যা বিশিষ্ট এম.এন.এইচ.আই হাসপাতাল ও রুহিয়া ইউনিয়ন স্বাস্থ্য, পরিবার কল্যান কমপ্লেক্রটি রুহিয়া জনবহুল চৌরাস্তার পাশে অবস্থিত। এ স্বাস্থ্য কমপ্লেক্রসের নানামুখী সমস্যা রয়েছে। সার্বক্ষনিক একজন বিশেষজ্ঞ ডাক্তার সহ সেবার মান বৃদ্ধি কল্পে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি। এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে অভিযোগ করে বলেন, হাসপাতালের রুগীর ভিড়ে অবৈধ ৩হুইলার পাগলু স্টান্ড গড়ে উঠেছে। এছাড়া হাসপাতাল চত্ত্বরে সন্ধাবেলা পথচারিদের প্রসাব ও মলমুত্র ত্যাগের কারণে মুখে রুমাল দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা রুগিদের হাসপাতালে আসতে হয়। হাসপাতাল চত্ত্বরের ভিতরে ফেন্সিডিলের খালি বোতলও হরহামেশায় পড়ে থাকতে দেখা যায়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে মার্কেটের মুল ফটকের দুই পার্শে গড়ে উঠেছে অবৈধ মার্কেট। যার ফলে গ্রমের হত দরিদ্র জনগোষ্ঠী ও সয়ং স্বাস্থ্য পরিদর্শন কারীদের হাসপাতাল খুজে পেতে অনেক বেগ পোহাতে হয়। মার্কেট এমন ভাবে গড়ে ওঠেছে যেখানে রাস্তা পথচারীদের চলাচলের জন্য অনেক সমস্যায় পরতে হয়। অভিযোগ রয়েছে এই হাসপাতালকে ঘিরে। এক শ্রণীর মধ্যস্বত্ত ভোগীর সৃষ্টি হয়েছে যারা মোটা অংকের উৎকোচের বিনিময় এই সকল দখলদার দের মদদ যোগাচ্ছে। এই অবৈধ মার্কিটি সরানোর জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে জরুরী হস্তক্ষেপ কামণা করছে।