খোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এম.পি. বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী থানা শাখার সভাপতি আনিসুন্নবী বিশ্বাস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রাজধানী ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি….রাজিউন) করেন।
এক শোক বাণীতে ভূমি মন্ত্রী বলেন, আনিসুন্নবী বিশ্বাস ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে আনিসুন্নবী বিশ্বাস মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে ঈশ্বরদীবাসী তথা পাবনা জেলা একজন প্রকৃত দেশপ্রেমিক সংগঠককে হারাল। সদা হাস্যোজ্জ্বল এবং আদর্শবান নেতা হিসেবে ঈশ্বরদীর সর্বমহলে তাঁর সুনাম ছিল। দেশের প্রতি তার ভালবাসা ও ত্যাগের কথা ঈশ্বরদীবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।