Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলা চালিয়ে নিরাপরাধ বিদেশী নাগরিক পুলিশ সহ সাধারন মানুষকে হত্যার প্রতিবাদে জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতিরোধের দাবিতে শনিবার দুপুর ১২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে বাংলাদেশ ৪থ শ্রেণী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ডাকে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী অধ্যক্ষ পরিচালক সহ সকল স্তরের কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ ৪থ শ্রেণী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি আনিছুল হকের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা, আবু তালেব , রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, বরকোতুল্লাহ , বাংলাদেশ ৪থ শ্রেণী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সমাবেশে ঢাকার গুলশানে পার্টিজান হোটেল ও শোলাকিয়ায় জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সামাজের সকল স্তরের মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জঙ্গিদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। এবং নিজ এলাকায় কমিটির মাধ্যমে জঙ্গীবাদ প্রতিরোধ কমিটি গঠন করে এ দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস গুপ্তহত্যার বিরুদ্ধে গনআন্দোলন গড়ে তুলার আহবান জানান।