সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে র্যালি
খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শনিবার সকালে পৌর এলাকার প্রধান কয়েকটি সড়কে র্যালি বের হয়। পরে পৌর ভবনের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম সোহেল রানা, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজন, সিনিয়র ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বজ্র, আল-আমীন হোসাইন শিবলু প্রমুখ।