Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: নওগাঁ : জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধের আহবানে সারা দেশের ন্যায় নওগাঁয় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রিয় শহিদ মিনারের সামনে সুজনের আয়োজনে সুজন জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান পারভীন আক্তার, সুজনের সাবেক আহবায়ক ও জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সহ সভাপতি এমআর ইসলাম রকি, দূনিতি প্রতিরোধ কমিটির সদস্য আতিকুর রহমান, সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সহ সম্পাদক কামরুল ইসলাম ও গোলাম রাব্বানী (বিপ্লব), ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, সুজন নওগাঁ জেলার সম্মনয় কারী আছির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জেলায় জঙ্গী প্রতিরোধে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।