Thu. Oct 16th, 2025
Advertisements

15খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৫) আর নেই। আজ রোববার ভোরে পাবনার চাটমোহরে তার মেয়ে-জামাইয়ের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি….রাজিউন। দীর্ঘদিন দরে শারীরিক নানা রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। ২০০৩ সালের ইউপি নির্বাচনে কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মকবুল হোসেন।
মকবুল হোসেন এ উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত চায়েন উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে তিনি শারীরিক বিভিন্ন অসুখে ভুগছিলেন। একমাত্র ছেলে বিদেশে থাকায় তিনি পাবনায় মেয়ের বাড়িতেই বসবাস করতেন। সেখানে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন। লাশ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে। বিকেল সাড়ে ৫টার দিকে গ্রাম্য কবরস্থানে গার্ড অনার ও জানাজা শেষে দাফন করা হবে বলে জানায় তার পরিবার।
গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী জানান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাই রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসন ও থানায় অবহিত করেছেন।