Thu. Oct 16th, 2025
Advertisements

22খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: লোকমান আলী, নওগাঁ ; নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের জন্য এই প্রথম নব নির্মিত মঞ্চ ‘ভাগেদিন আখড়া’ ্র উদ্বোধন করা হয়েছে। ভাগেদিন আখড়া শাঁওতালী ভাষা। যার অর্থ শুভদিনের মঞ্চ। ১৯৯৬ সালে প্রথম এই মাঠে আনুষ্ঠানিক ভাবে আদিবাসীদের কারাম উৎসব (ডাল পুঁজা) অনুষ্ঠিত হয়। এরপর নওগাঁর নাটশাল মাঠের কারাম উৎসবের খবর ছড়িয়ে পড়ে দেশের গন্ডি পেড়িয়ে বিদেশে। দেশের বরেন্য ব্যক্তিরা ছাড়াও প্রতিবেশী ভারত ও অন্যন্য দেশের মানুষ এখনো আসেন এই উৎসবে সামিল হতে।
গত শনিবার দুপুরে নব নির্মান ক্ষৃদ্র নৃগোষ্ঠি জন্য দেশে এই প্রথম স্থায়ি মঞ্চ ‘ভাগেদিন মঞ্চ আখড়া’ এর প্রধান অতিথি হিসাবে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম তাজকির-উজ-জামান। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক সবিন মুন্ডার সভাপত্বিতে বক্তব্য রাখেন মহাদেবপুর সদর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর শরিফুল ইসলাম খান, বিশিষ্ট সাহিত্যিক ও ইতিহাস গবেষক অধ্যাপক (অবঃ) আতাউল হক সিদ্দিকী, সাংবাদিক নবির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। এসময় কদম ও সোনালু গাছের চারা নাটশাল মাঠের চারধারে রোপন করা হয়। উল্লেখ্য, প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমাতে নাটশালে আদিবাসীদের কারাম উৎসব (ডালপূঁজা) অনুষ্ঠিত হয়।