খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: খন্দকার শাহিন: জেলার রায়পুরায় পাহাড়িকা নদীতে ট্রলারডুবিতে সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী ট্রলারটি ডুবে গেলে তাৎক্ষণিকভাবে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশংকা করা হচ্ছে বলে জনান স্থানীয়রা।
উদ্ধার অভিযানে শনিবার দুপুর ১২টা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৯ জন। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন সরকার জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ট্রলারে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিল। হঠাৎ ঝড়ো বাতাসে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।