খোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: ফুলবাড়ী কুড়িগ্রাম: দাবী মোদের একটাই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের নির্মূল চাই এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীর জাতীয় করনের তালিকায় অর্ন্তভূক্ত সাইফুর রহমান মহাবিদ্যালয়ের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সাইফুর রহমান মহাবিদ্যালয়ের চত্বর থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ,অভিভাবক ও সূধিজনসহ শিক্ষক কর্মচারীরা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালী ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন । বণাঢ্য র্যালীটি খড়িবাড়ী বাজার এলাকায় প্রদক্ষিন শেষে পথসভা অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক খন্দকার ,যুবলীগের নেতা মাহাবুব আলম,জাতীয় পাটির নেতা আবদুল আল মামুন (সুজন), উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম , প্রভাষক শ্রী কার্তিক চন্দ্র রায় ,মিজানুর রহমান ,শ্রী শংকর কুমার,শাহিনুর রহমান শাহিন এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শরিফ আহাম্মেদ,আঃ লতিফ প্রমূখ ।