Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
13615378_1019214768198623_5991753252034974019_nখোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: আজ কের এই দিনে ২০১৩ইং সনে বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান কে নিয়া শেখ হাসিনা ও তার ছেলে জয় যে কটুক্তি করে ছিলো তার প্রতিবাদে সারা বাংলাদেশ যখন নিরব ছিলো ঠিক সেই মুহুর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল  এর প্রতিবাদে ক্যাম্পাসে ভিক্ষোব মিছিল করে, আর তখন পুলিশ ও ছাত্রলীগ একত্রিত হয়ে পিছন থেকে মিছিলের উপর গুলি চালায়।

পিরোজপুরের সন্তান,মেধাবী ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর  সহ-সম্পাদক শিরাজুল ইসলামকে পুলিশ ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে রাস্তার মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি চালায়, আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ও সকলের দোয়া ও সকলের ভালবাসায় আজও বেঁচে আছে।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক শিরাজুল ইসলাম ৩ দিন লাইফ সাপোর্ট ৫ দিন আই সি ইউতেছিল।তার ৫ টা কঠিন অপারেশন  হয়েছে এবং তাকে ২৭ ব্যাগ রক্তদিতে হয়।তার শরীরের অনেক অংশ কেটে ফেলতে হয়েছ।

কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে এই নেতার যথা যথ মুল্যায়ন করা হয়নি।এই মেধাবি ছাত্রনেতা আক্ষেপ করে বলেন যাদেরকে মুল্যায়ন করা হয়েছে তারা আজ তারা দলের বিপদে মিছিল মিটিং য়ে নেই।