Tue. Oct 21st, 2025
Advertisements

61খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: শাহিন : নরসিংদী পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বোরবার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্যানেল মেয়র মো. আলমাছ মিয়া সংবাদ সম্মেলনে ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৬-১৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এই বাজেটে মোট আয় ধরা হয়েছে ১২২ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১১৯ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময় পৌর কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ পৌরসভার সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।