Thu. Oct 16th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাউবি রাঙ্গামাটি আঞ্চলিক সমন্বয় অফিস, রাঙ্গামাটি সরকারি কলেজ, মেডিকেল কলেজ, পাবলিক কলেজ, মহিলা কলেজসহ জেলাব্যাপী ১০ উপজেলার সবকটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১-১২টা ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা। এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশা ও শ্রেণির লোকজনও অংশ নেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বনরুপা মোজাদ্দেদ-ই আল ফেসানি একাডেমি বিদ্যালয়ের উগ্যোগে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আলম পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত মাবনবন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু শাহেদ চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা হারুন রশীদ বিশেষ অতিথির বক্তব্য দেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জুয়েল সিকদার, শিক্ষক ধীমান শর্মা, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সূচনা আক্তার, কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. আশফাক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মইন উদ্দীন।
সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জেলার অন্য ৯ উপজেলা বাঘাইছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, জুরাছড়ি, কাপ্তাই, কাউখালী, বিলাইছড়ি, রাজস্থলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।