Wed. Oct 15th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: জাতীয় ঐক্যের আহ্বান জাতির সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, দলে দলে নয়, ঐক্য হবে জনে জনে।

আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিফ্রিংয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।
ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে। তিনি বলেন, জঙ্গিদের মূল উৎপাটন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদের সহায়তার অভিযোগ এনে তোফায়েল আহমেদ বলেন, জঙ্গি অভিযান সম্পর্কে বিএনপি প্রশ্ন তুলছে। জঙ্গিদের কেন হত্যা করা হয়, জীবিত রাখা হয় না –এ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। বিএনপির এসব বক্তব্যে প্রমাণিত হয় তারা জঙ্গিদের সহায়তা করছে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের আরএমজি (তৈরি পোশাকশিল্প) সেক্টরে সহায়তা দিতে আগ্রহী। আগামী মাসে (সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের উন্নয়নমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশের আরএমজি সেক্টরের উন্নয়ন বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের উদ্যোক্তা নেদারল্যান্ডস। ওই সম্মেলনের বিষয়ে অবহিত করতে রাষ্ট্রদূত এসেছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপে দেশটির সন্তোষের কথা জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।