Thu. Oct 16th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:জলে চুন তাজা, তেলে চুল তাজা’ – এই প্রবাদটি হয়ত অনেকরই জানা। কেশ পরিচর্যা করতে আমরা কতকিছুই না ব্যবহার করি। কিন্তু চীনের একটি গ্রামের মেয়েরা চুলের যতেœ কিছুই ব্যবহার করেন না। আর তারা জীবনে মাত্র একবারই চুল কাটেন!

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি।
দুই হাজার বছর ধরে চীনের গুয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে চলে আসছে এই চুল না কাটার প্রথা। গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সব নারীরাই কোনদিন নাকি চুল কাটেনিন না।
তাদের নিয়মে, বলা আছে ১৮ বছর বয়সে বয়সে একবার চুল কাটতে পারবে।
ওই একবারই, ব্যস। শত ঝামেলাতেও কাটা যাবে না চুল। স্বাভাবিকভাবে চুল তাই নিজের আপন খেয়ালে বেড়েই চলে। পাশাপাশি এটাও জেনে নিন ইয়াও নারীরা চুল সতেজ রাখার জন্যও কোন তেল লাগে না। লাগে না কোন শ্যাম্পু বা কন্ডিশনার।
চুল ভালো রাখার পদ্ধতিটিও বেশ অভিনব। বয়ে চলা নদীর পানিতে চুল ভালো করে ধুয়ে নেন। তাতেই নাকি সব ধুলো, ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। শুধু পানি দিয়েই চলে নিয়মিত চুলের পরিচর্যা।
ইতোমধ্যেই সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন এক নারী। এছাড়া প্রায় ৬০ জনের চুল তিন ফুট পর্যন্ত লম্বা।
এই বিশাল চুলবাহার নিয়েই দৈনন্দিন কাজকর্মও করেন তারা