খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী থানার পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা অবমুক্ত করণের উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার (মায়া), ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।