Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: পুঠিয়া লস্করপুর মহাবিদ্যানিকেতন কলেজ সরকারীকরণ তালিকা থেকে নাম সেটে দেওয়ায় পূন:অন্তর্ভূক্ত করতে গতকাল মঙ্গলবার উপজেলা সদরে এক মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, অধ্যাপক নজরুল ইসলাম, আবুল হোসেন, আ’লীগ নেতা আহসানুল হক মাসুদ, শাহরিয়ার রহিম কনক, ইব্রাহীম, ছাত্রলীগের হাবিবুর রহমান, রুবেল প্রমূখ। প্রসংগত, পুঠিয়া লস্করপুর মহাবিদ্যানিকেতন গত ৩০ জুন সরকারীকরণের তালিকায় তালিকা ভূক্ত করা হয়। সম্প্রতি কলেজ কার্যক্রম ও সম্পত্তি নিরিক্ষা শেষে গত ১৪ আগষ্ট সরকারীকরণ তালিকা থেকে নাম বাদ দিয়ে বৃহত্তর রাজশাহীর মফস্বলের প্রথম কলেজ পুঠিয়ার বানেশ্বর কলেজ সরকারীকরণের তালিকা প্রদান করা হয়।