খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: আজ ১৬ আগষ্ট মঙ্গলবার বেলা ৩ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ১লা সেপ্টেম্বর দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী, ৩রা সেপ্টেম্বর বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস এবং ১১ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির ৯ম বার্ষিকী পালন উপলক্ষে বিএনপি’র যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদকমন্ডলী এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় ১ সেপ্টেম্বর বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নলিখিত কর্মসূচি গৃহীত হয়।০১ সেপ্টেম্বর ২০১৬, দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন। ১ সেপ্টেম্বর ২০১৬, সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ৩১ আগষ্ট ২০১৬ বুধবার বেলা ২-০০ টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (রমনা) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সারাদেশে কর্মসূচি :
দেশব্যাপী বিএনপি’র সকল ইউনিট সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
এছাড়া বিএনপি’র উদ্যোগে আগামী ০৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার বেলা ২-০০ টায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৯ম কারামু্িক্ত দিবস উপলক্ষে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (রমনা) মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১১ সেপ্টেম্বর ২০১৬ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির ৯ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার তারিখ, স্থান ও সময় পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।
সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এবং সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাষ্টার, সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার এবং ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিএনপি নেতাকর্মী যারা শহীদ হয়েছেন তাদেরও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। গুম ও নিখোঁজ বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার জোর দাবি জানানো হয়। গ্রেফতারকৃতদের অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া সভায় কারান্তরীণ সাংবাদিক মাহমুদুর রহমান, শফিক রেহমান, ইটিভি’র সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও অন্যান্য সাংবাদিক কর্মীদের মুক্তি দাবি করা হয়। বিশিষ্ট রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না, আবদুস সালাম পিন্টু, লায়ন আসলাম চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, হাবিবুর রশীদ হাবিব সহ সকল রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ্যাডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কর্ণেল (অবঃ) আনোয়ারুল আজিম, এ্যাডঃ বিলকিস জাহান শিরীন, মিসেস শ্যামা ওবায়েদ, শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, এ্যাডঃ মাসুদ আহমেদ তালুকদার, এ্যাডঃ ছানাউল-াহ মিয়া, ব্যারিস্টার কায়সার কামাল, প্রফেসর ড. ওবায়দুর রহমান, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মোঃ আবুল কালাম, ইঞ্জিঃ খালেদ মাহমুদ শ্যামল, আবু সাঈদ খান খোকন, আজিজুল বারী হেলাল, লায়ন হারুনুর রশিদ, আমিনুল হক, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, নুরে আরা সাফা, এবিএম মোশারফ হোসেন, রাশেদা বেগম হীরা, এ্যাডঃ গৌতম চক্রবতী, মোজাফফর হোসেন, আনিসুজ্জামান খান বাবু, হাবিবুল ইসলাম হাবিব, এ্যাডঃ আসাদুজ্জামান আসাদ, এ্যাডঃ আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশিদ হারুন, অনিন্দা ইসলাম অমিত, মাহবুবুল হক নান্নু, মোঃ আবদুল আউয়াল খান, মোঃ শরিফুল ইসলাম, মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, তাইফুল ইসলাম টিপু, মোঃ মনির হোসেন, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম খান আলিম, আসাদুল করিম শাহীন, ব্যারিস্টার রুমিন ফারহানা, সৈয়দ একরামুল হক, এ্যাডঃ ইকবাল হোসেন, এ্যাডঃ জাকির হোসেন ভূঁইয়া, এ্যাডঃ জয়নাল আবদীন মেজবাহ, মিসেস হেলেন জেরীন খান, ফরিদা মনি শহিদুল্লাহ, সাহাবুদ্দিন সাবু, কাজী আবুল বাশার, আবদুল ওয়াদুদ ভূঁইযা, মনির খান, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মিসেস অপর্ণা রায় দাস, সুলতানা আহমেদ, এ্যাডঃ জন গোমেজ, অমলেন্দু দাস অপু, মোঃ ফিরোজ, মিসেস নেওয়াজ হালিমা আরলি, শাকিল ওয়াহেদ সুমন, কাদের গণি চৌধুরী, আমিরুজ্জামান খান শিমুল, শাম্মী আক্তার, মোস্তাফিজুর রহমান বাবুল, প্রফেসার ড. মোর্শেদ হাসান খান, কাজী রওনাকুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম পটু, রাজিব আহসান, আনোয়ার হোসেন, মামুনুর রশীদ মামুন প্রমুখ।