Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬:.এম সালাহ উদ্দিন, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের হাঁটচান্দিনা কালাডুমুর নদীর পাড় থেকে আজ বুধবার সকালে পিন্টু (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। সে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। পিন্টুর বড় বোন রৌশন আরা (বিউটি) জানান, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে পিন্টু জমি বিক্রির ৬৫ হাজার টাকা নিয়ে তার এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোজাখুজি করেও পিন্টুকে পাওয়া যায়নি, আজ সকালে তাকে মৃত অবস্থায় পাশের গ্রাম হাঁটচান্দিনার কালাডুমুর নদীরপার থেকে তার লাশ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ জাহিদুল হক জানান, হাঁটচান্দিনা গ্রামের রাজা মিয়ার বালু ভরাটকৃত মাঠ কালাডুমুর নদীর দক্ষিণ পাড় থেকে পিন্টুর লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদকসেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পর সঠিক ব্যাপারটি নিশ্চিত হওয়া যাবে’।