Mon. Oct 20th, 2025
Advertisements
খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: b79c9511172e6734d438c5bd9a2d502c-ffআরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাইদুর রহমান ফয়সাল আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (্ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। সাইদুর রহমান ফয়সাল এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জিয়া পরিবারের শুভাকাঙ্খী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র মৃত্যুর পর মরহুম সাইদুর রহমান ফয়সাল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেন। এছাড়া ১/১১ এর সময় আরাফাত রহমান কোকো মুক্তি পরিষদ নামে একটি সংগঠনেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম সাইদুর রহমান ফয়সাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের প্রতি অত্যন্ত ভক্ত মরহুম সাইদুর রহমান ফয়সাল এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম সাইদুর রহমান ফয়সাল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।