Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

indexখোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬।। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর স্বল্প সময়ের হইলেও ইহার প্রণিধানযোগ্য গুরুত্ব রহিয়াছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিত জন কেরির বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করিবার আগ্রহ ব্যক্ত হইয়াছে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ-জ্ঞান দিয়া বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ দেখাইয়াছেন জন কেরি। শেখ হাসিনা ইহার ফলে বাংলাদেশ লাভবান হইবে বলিয়া আশাবাদ ব্যক্ত করিয়াছেন। সন্ত্রাসবাদ প্রতিরোধে দুই দেশের মধ্যে তথ্য-বিনিময়ের ব্যাপারটিও গুরুত্ব পাইয়াছে বৈঠকে। তবে লক্ষণীয় বিষয় এই যে, বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডগুলি কাহারা সংঘটিত করিতেছে তাহা লইয়া দুই দেশের মধ্যকার ভিন্নমতের অবসান কেরির সফরের মধ্য দিয়াও হয় নাই। তবে সন্ত্রাসবাদের বিপক্ষে উভয়দেশের অবস্থান যেমন কঠোর, তেমনই স্পষ্ট। ইহা অবশ্যই পরিণত কূটনীতির লক্ষণ বলিয়া মানিতে হইবে।

বাঙালি জাতির মহাশোকের মাস আগস্টে ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটিতে যাইয়া ধন্যবাদার্হ হইয়াছেন জন কেরি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের স্থলটিতে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইহা প্রথম গমন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদিগকে যুক্তরাষ্ট্র হইতে ফেরতদান প্রসঙ্গে কথাবার্তার সময় এই প্রসঙ্গটিতে শেখ হাসিনার কষ্ট অনুধাবনের কথাও বলিয়াছেন কেরি। তবে বিষয়টি এখন অবধি যুক্তরাষ্ট্রের পর্যালোচনা পর্যায়ে রহিয়াছে বলিয়া জানাইয়াছেন তিনি। বিশ্লেষকরা মনে করিতেছেন যে, বত্রিশ নাম্বারে গমন এবং ‘পর্যালোচনা’ পর্যায়ের কথা উল্লেখ করিয়া কেরি একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করিয়াছেন। এহেন ভারসাম্যের চেষ্টা অন্যত্রও পরিলক্ষিত হইয়াছে। উদাহরণ স্বরূপ, বাংলাদেশের উন্নয়ন লইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারপরনাই প্রশংসা করিয়াছেন জন কেরি। তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে জিএসপি সুবিধাপ্রাপ্তি পুনরায় চালু হইবে কিনা তাহা লইয়া কেরির দিক হইতে কোনো ঘোষণা আসে নাই। উল্লেখ্য, ২০১৩ সন হইতে এই সুবিধাটি বন্ধ হইয়া আছে।
দেশের অন্যতম বৃহত্ দল বিএনপি’র প্রধান খালেদা জিয়ার সহিত মার্কিন দূতাবাসে বসিয়া জন কেরির যেই আলাপ হইয়াছে তাহাতে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র ও জঙ্গিবাদ প্রসঙ্গ উঠিয়াছে বলিয়া জানাইয়াছে দলটি। জন কেরির সহিত বেগম জিয়ার বৈঠক-অন্তে মার্কিন সহযোগিতায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করিয়াছে বিএনপি।