Thu. Oct 16th, 2025
Advertisements

indexখোলা বাজার২৪,শনিবার,০৩ সেপ্টেম্বর  ২০১৬: আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষের কাছে এখন দিবালোকের মতো পরিষ্কার বিএনপি এ দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, , জঙ্গিদের জন্য তিনি মায়াকান্না দেখান, জঙ্গিদের পাশে বসিয়ে মিটিং করেন।

শনিবার সকালে প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত জঙ্গিবাদ বিরোধ এক প্রতিবাদ সমাবেশে ড.হাছান মাহমুদ এসব মন্তব্য করেন।
খালেদা জিয়াকে জঙ্গিদের আশ্রয়দাতা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের পরিবার যেখানে জঙ্গিদের লাশ নেয়নি, পরিচয় দিতে চাইছে না সেখানে বিএনপি নেত্রী তার বক্তব্যে জঙ্গিদের জন্য মায়াকান্না দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেত্রী তার বক্তব্যেই স্পষ্ট করেছেন বিএনপি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আশ্রয়দাতা।
তিনি বলেন, বিএনপি নেত্রীর বক্তব্য শুনে বোঝা যাচ্ছে উনি প্রচন্ড হতাশার মধ্যে আছেন। আর সে হতাশা থেকে উদ্ভট, বানোয়াট ও কাল্পনিক বক্তব্য রাখছেন। বিএনপির  দৈন্যদশার জন্য খালেদা জিয়াই দায়ী।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বলরাম পোদ্দার,অরুণ সরকার রানা প্রমুখ।