Sat. Oct 25th, 2025
Advertisements
Chintay1472994309
খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ রাজধানীর আশুলিয়ায় জামগড়া এলাকায় শুভ (২৬) ও জাহাঙ্গীর (৩০) নামে দুই বিকাশের কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুরে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় তাদের পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত দুই বিকাশকর্মীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শুভ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি জামগড়া একটি ভাড়া বাড়িতে থাকতেন। জাহাঙ্গীর বগুড়ার লোকমান হোসেনের ছেলে।

আহত শুভর মামা আদিল জানান, শুভ ও জাহাঙ্গীর মোটরসাইকেল করে এজেন্টদের কাছ থেকে টাকা তুলে আশুলিয়ার বিকাশ অফিসে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের গতি রোধ করে। এসময় তাদের দুইজনের পায়ে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশুকেন্দ্রে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপর থানা ও ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিনুল কাদির জানান, বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে