Tue. Oct 21st, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ডাচ্-বাংলা ব্যাংক এবং এর সহযোগী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, একজন গ্রাহকের মর্মান্তিক মৃত্যুর পর তাদের প্রথম বীমা দাবি হস্তান্তর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বীমা দাবী হস্তান্তর সম্পন্ন হয়েছে।

মৃত পলিসি হোল্ডারের নমিনীর নিকট বিমা দাবীর একটি চেক হস্তান্তর করা হয়।

ডিবিবিএল বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে এবং আরও বেশি সংখ্যক মানুষকে বীমা কভারেজের আওতায় আনার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলছে। ২০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত ডিবিবিএল মোট ৮,৩০৬টি পলিসি বিক্রি করেছে এবং ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় বর্তমানে এর বাজার অংশীদারিত্ব ৪১%, যা বাংলাদেশের ব্যাংকগুলির মধ্যে সর্বোচ্চ।

বীমা দাবী হস্তান্তর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কাশেম মোঃ শিরিন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. জে. আজিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানটি সারা দেশে গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদানের জন্য ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।