খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর ২০১৬ঃইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবে মার্কিন ড্রোন হামলায় অন্তত ছয় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে।
সোমবার এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।
রোববার রাতে মারিবের মধ্যাঞ্চলীয় ওয়াদি আবিদাহ্ এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়।
২০১৫ সালের শেষ দিকে শিয়া বিদ্রোহীদের কাছ থেকে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী তেল উৎপাদনকারী এই প্রদেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা সিনহুয়াকে এক ওই কর্মকর্তা বলেন, ‘আল-কায়েদার ৬ সশস্ত্র জঙ্গিকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়। তারা এ সময় একটি খামার বাড়িতে বৈঠক করছিল।’
ছয় বছর ধরে ইয়েমেনের নগরগুলোতে মার্কিন ড্রোন হামলা চালানো হচ্ছে।