Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

index

  খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ’র ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল নূর মোহাম্মদ নগরে (মহিষখোলা) বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের গ্রামের বাড়ি কোরনখানি, দোয়া অনুষ্ঠান, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশসুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টি বোর্ডের সদস্য মোল্যা কওছার উদ্দিন, কাজী হাফিজুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল মজিদ, কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহন করেন। তিনি ’৭১-এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এক সম্মুখ যুদ্ধে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করেন সঙ্গীদের প্রাণ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েন পাক হানাদারদের সঙ্গে। এই অসামান্য আত্মত্যাগের জন্য তাকে দেশের সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।