Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬ দেব সজল,মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে“হিজড়া জনগোষ্টির জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন,এর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা সোমবার (৬সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আব্দুর রকিব পরিচালনায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃফজলুর রহমান। কর্মশালার শুরুতে হিজড়া জনগোষ্ঠির জীবনমান নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক আদিল মোত্তাকিন
বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম,যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আমির আজম খান,সোনালী ব্যাংক লিঃ এ,জি,এম,মোঃ নুরুজ্জামান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বাধন এনজিও প্রতিনিধি ওয়ালিউল্লাহ, হিজড়া জনগোষ্ঠির প্রতিনিধি রতœা ও লতা প্রমুখ। জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাহী প্রকৌশলীগন, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহন করে।