খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও হজ পালনের জন্য লন্ডন থেকে পরিবারসহ মায়ের সাথে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
সফরসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ শরীফ কামাল তাজ, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দীন আহমেদ এবং গৃহকর্মী ফাতেমা বেগম।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, যথাযথভাবে হজ পালনের জন্য বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।