Thu. Oct 16th, 2025
Advertisements

24kখোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মৌলভীবাজারকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মানে বাল্য বিবাহ রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন । এই শপথ পাঠের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আজ সকালে মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমদ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান , পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, চেম্বার সভাপতি কামাল হোসেন। শপথ অনুষ্টানে শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এর আগে জেলার ৭টি উপজেলাকে পৃথক অনুষ্টানে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হয়ে ছিলো। তবে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারকে প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হলো।

এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমদ বাল্য বিবাহের কারনে শারীরিক,মানসিক ও সামাজিক কুফল সম্পর্কে জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেন।