Thu. Oct 16th, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার ভোর সাড়ে ৩টায় সবুজবাগ আবাসিক এলাকার মানিক চাঁদ মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী মৃত মানিক লাল চক্রবর্তীর বাসার দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। সাথে সাথে ঘরের লোকজন উঠে গেলে তারা ধারালো অস্ত্রের মুখে বাসার পুরুষ ব্যক্তি দেবাষীশ চৌধুরীকে বেঁধে রাখে এবং ২ বছরের ছোট শিশু নিধির গলায় দা ধরে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ অনান্য পুলিশ কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গত ৫ দিনে শ্রীমঙ্গলে আরো ২টি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ধারাবাহিক ডাকাতির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন শ্রীমঙ্গলবাসী।