খোলা বাজার২৪, বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০১৬: ইতালি বিএনপির আয়োজনে তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হুমায়ুন কবির . বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে ইতালী বিএনপির উদ্দ্যোগে গত ৪ই সেপ্টেম্বর রবিবার রোমস্থ প্রেনেস্তিনায় রেস্টুরেন্টের এক হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইতালি বিএনপির সভাপতি হাজ্বী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিনের প্রানবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইতালী বিএনপির প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ লকিয়ত উল্ল্যা। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। সভায় বক্তব্য রাখেন ইতালী বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামান কামরুল (জামান), সাবেক দপ্তর সম্পাদক ইমদাদুল হক মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ মোঃ তৌহিদ কাদের, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নূরে আলম, উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হীরা, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, ইতালী বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, রোম মহানগর যুবদলের সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি সিরাজ উল্লাহ পঞ্চায়েত, জিয়া পরিষদের সহ সভাপতি গাজী সালাহ উদ্দিন সুইট, রবিউল আলম, ইতালী যুবদলের সহ সভাপতি জাকির হোসেন, প্রেনেস্তিনা বিএনপির সাধারন সম্পাদক লোকমান হোসেন, ইতালীস্থ শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের বেপারী, সাংগঠনিক সম্পাদক মৃধা শহিদুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম এর আহ্বায়ক হারুনুর রাশিদ মিঠু, এবং , আহসান হাবীব, মিসেস মাসুম বিল্লাহ, আল আমিন বিশ্বাস, কাশেম পাটোয়ারী, মোঃ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এসময়।
সাধারন সম্পাদক ঢালী নাসির তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপোষহিন নেতা কর্মিরা যত দিন বাংলার মাটিতে বেঁচে থাকবে বুকের তাজা রক্ত দিয়ে হলেও শহীদ প্রেসিডেন্টের পরিবার দেশ নায়ক তারেক রহমান, দেশ মাতা বেগম জিয়াকে রক্ষা করে যাব ইনশাআল্লাহ। একটি নয়, দশটি নয়, এরকম হাজার কোটি মিথ্যা মামলা দিয়েও দলের কোন ক্ষতি করতে পারবেন না। যারা হৃদয় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভাল বেসে দলের সার্থে কাজ করে তাদের কোন ভাবে দমিয়ে রাখা যাবে না। সময় খুব নিকটে যে দিন দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জিয়া ইন্টারন্যাশনাল বিমান বন্দরে অবতরন করবেন, সেদিন থেকে কোন কু-চক্রিরা রক্ষা পাবেন না। দেশ নায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে এত লোক সমাগম হবে যে, সেদিন ঢাকায় অক্সিজেনের অভাব দেখা দেবে, সে দিন অতি নিকটে, আপনাদের পালানোর কোন রাস্থা থাকবে না, মনে রাখবেন, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবোই ইনশাঅল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে হাজী লকিয়ত উল্লা বলেন, ৭৫ সালে একদলীয় শাসনের কারণে দেশে রাজনৈতিক শূণ্যতা তৈরি হয়েছিলো। সেই রাজনৈতিক শূন্যতার সময়ে জিয়াউর রহমান দুরদর্শীতার পরিচয় দিয়ে দল গঠন করেছেন। আজ যেখানে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নেয়া হচ্ছে সেই বিষয়টিকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করতেই জিয়াউর রহমান, তারেক রহমানকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন।
সভাপতি হাজী আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও অপহরণ করে বিএনপিকে নিচিহ্ন করা যাবে না। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন কারন জনগণের সেবা করাই বিএনপির আদর্শ। তিনি আরো বলেন বর্তমানে রাজনিতে চলছে সংকট, শহীদ জিয়ার সৈনিকেরা যে যেখানেই আছে তারা তাদের সংগ্রামের মধ্য দিয়ে এই সংকটময় পরিস্থিতির মোকাবেলা করবে। তিনি আরো উল্ল্যেখ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সেটা স্পষ্ট কিন্তু আওয়ামি পন্থিরা এটাকে বিতর্কিত করেছেন, টিক্কা খানের আমলে প্রেসিডেন্ট জিয়ারউর রহমান ছিলেন বাংলাদেশ চট্ট্রগ্রামে সেক্টর কমান্ডার। টিক্কা খানের নেতৃত্ব না মেনে জিয়ার নেতৃত্বে দেশকে আজাদ ঘোষনা দিয়েছিলেন বলে পাকিস্তানের পত্র পত্রিকায় প্রকাশিত হয়। সারা বিশ্ব জানে কে স্বাধিনতার ঘোষক, শুধু আপনারা ইতিহাস বিক্রিত করে যাচ্ছেন, এর পরিনাম ভাল হবে না। ইতিহাস বিক্রিত করার ক্ষেসারত দিতে হবে, আপনারা তখন পালানোর রাস্তা খুঁজে পাবেন না। বিএনপি সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্থে গনতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে দলিয় কার্যক্রম চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।