Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: ২০১৫ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শশাঙ্ক মনোহর। সেই সময় ধারণা করা হয়েছিল যে, এতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। কিন্তু এক বছর যেতে না যেতে দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন চিত্র। ক্রমেই প্রকট হচ্ছে এই দুই পক্ষের দ্বন্দ্ব। সম্প্রতি আইসিসির ফিন্যান্স কমিটির বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধি না থাকায় চ্যাম্পিয়নস ট্রফি বয়কটের হুমকি দিয়েছে ভারত।

কয়েক দিন আগে দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে ফিন্যান্স কমিটির বৈঠক। সেখানে জায়গা দেওয়া হয়নি বিসিসিআইয়ের কোনো প্রতিনিধিকে। আইসিসির এই পদক্ষেপকে ‘অপমানজনক’ বলেই মনে করছেন বিসিসিআইয়ের সেক্রেটারি অজয় শিরকে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফিন্যান্স, কমার্স ও প্রধান নির্বাহী কমিটি; এগুলো থেকেই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে ভারতের কোনো প্রতিনিধি না থাকাটা আমাদের জন্য অপমানজনক। আমরা আইসিসিকে এগুলো পরিবর্তন করতে বলব। না হলে ক্রিকেট বিশ্বে ভারতের স্বার্থ সংরক্ষণের জন্য কী করা উচিত সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এটা যেকোনো কিছু হতে পারে। আমরা এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলার সিদ্ধান্তও নিতে পারি।’
আইসিসি ট্রফি আয়োজনের জন্য আইসিসি অনেক বেশি অর্থ ব্যয় করছে বলেও অভিযোগও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য ভারত ব্যয় করেছিল ৪৫ মিলিয়ন ডলার। সেই জায়গায় আট দলের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য ইংল্যান্ডকে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩৫ মিলিয়ন ডলার। এ নিয়ে ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেছে বিসিসিআই।
২০১৭ সালের জুন থেকে শুরু হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।