Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

92খোলা বাজার২৪,বুধবার,০৭ সেপ্টেম্বর, ২০১৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বলেছেন, দক্ষিণ চীন সাগরে এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে অজাচিত নাকগলানো কমানো উচিত চীনের। তা না হলে চীনকে এর জন্য চরম মূল্য দিতে হবে। চীনে গত পরশু শেষ হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারেই ওবামা বলেন, চীনা প্রেসিডেন্টকে তিনি সতর্ক হতে বলেছেন। ওবামার কথায়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীন যে আগ্রাসী আচরণ করে এবং দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে তারা যে আগ্রাসন দেখাচ্ছে, তা থেকে চীনকে সতর্ক হতে হবে।
জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকেও ওবামা একই কথা বলেছেন বলে জানা গেছে। ওবামা বলেন, আন্তর্জাতিক মঞ্চে চীনকে অনেক সংযত হতে হবে এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন হতে হবে। তা না হলে ফল ভুগতে হবে।
ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট শি-কে আমি বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্ষমতার অধিকারী, আংশিকভাবে হলেও তার কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে সংযত রাখতে জানে।’
চীনকে কড়া বার্তা দিয়ে সাক্ষাৎকারে ওবামা আরও বলেছেন, প্রায় ১৫০ কোটির কাছাকাছি জনসংখ্যা যে দেশে, সেই দেশের উন্নতিই আমেরিকা চায়। চীনের মতো দেশ যদি দারিদ্র্যে পড়ে, সে দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাহলে গোটা পৃথিবীর পক্ষেই খারাপ হবে বলে মন্তব্য করেন ওবামা।