Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিইএমইচ) লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ৭২ ঘণ্টার অবজারভেশনে রাখা হয়েছে তাকে।
হান্নান শাহর সহকারী একান্ত সচিব মমতাজ জানান, আজ সকালে সিএমএইচ-এর চিকিৎসকরা জানিয়েছেন যে হান্নান শাহর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে আগামী ৭২ ঘন্টা এ বিষয়ে মন্তব্য করা ডাক্তারদের পক্ষে কঠিন বলে তারা জানিয়েছেন। ৭২ ঘন্টা অতিক্রম করলে প্রকৃত অবস্থা বুঝা যাবে।
সিএমএইচে ভর্তি করার পর বুধবার দুপুর পর্যন্ত তার পালস ও প্রেসারের কিছুটা উন্নতি হয়েছে। এর বাইরে তিনি আগের মতোই রয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান জানান, সকালের দিকে চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন ১০ ভাগের মতো উন্নতি হয়েছে। তার প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকরা তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন।
তিনি আরও জানান, তার বাবার অসুস্থতার সংবাদ জানার পর বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.)আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, হেলেন জেরিন খান, মেজর (অব.) মিজানুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকা কাপাসিয়া ও গাজীপুর থেকে নেতকর্মীরা হাসপাতালে যান। তারা হান্নান শাহর শরীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের আশু রোগ মুক্তি কামনা করে ঢাকা, গাজীপুর, কাপাসিয়া, শ্রীপুরসহ বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়। কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম।
প্রসঙ্গত, মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।