খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: সড়ক-নৌ ও রেল দূর্ঘটনা থেকে মুক্তির জন্য সেভ দ্য রোড-এর পক্ষে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু, মহাসচিব শান্তা ফারজানা এক বিবৃতিতে আহবান জানিয়ে বলেছেন, সময় নয় জীবন ও আইনকে গুরুত্ব দিয়ে পথ চলুন; তাহলেই নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। বিশেষ করে চালকদের প্রতি সেভ দ্য রোড-এর নেতৃবৃন্দ আহবান জানিয়ে বলেছেন, যারা আপনার গাড়ির যাত্রী; তারা আপনার-ই ভাই- বোন-স্বজন; তাদের কথা বিবেচনা করে হলেও ওভারটেক করবেন না, দ্রুত গতিতে বাহন চালাবেন না এবং নিয়ম ভাঙবেন না। এই ৩ টি প্রধানতম বিষয় বিবেচনায় রেখে সড়ক- নৌ ও রেল-এর চালকগণ নিবেদিত থাকার পাশাপাশি সর্বসাধারণও যদি আইনের প্রতি জীবনের প্রতি শ্রদ্ধাশীল হয়; তাহলে দেশ-সড়ক ও জীবন নিরাপদ হবে বলে আমরা আশাবাদী। একই সাথে নেতৃবৃন্দ হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের প্রতি আহবান জানিয়ে বলেন, নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করুন, হয়রানী বন্ধ করুন।
৮ সেপ্টেম্বর ২০১৬ সেভ দ্য রোড-এর যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহবান জানান নিরাপদ সড়কের দাবীতে ২০০৭ সালের ২১ অক্টোবর আত্ম প্রকাশকারী ছাত্র-যুব-জনতার সম্মিলিত প্রয়াস সেভ দ্য রোড-এর নেতৃবৃন্দ।
বিবৃতিতে আরো জানানো হয়, আগামী ১৭ সেপ্টেম্বর সেভ দ্য রোড-এর ঈদ পরবর্তী শান্তি সড়ক সমাবেশ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঐ দিন ঈদে বাড়ি ফেরা মানুষের ক্ষতিগ্রস্থতার বিস্তারিত বর্ণনা ও করণীয় নিয়ে লিখিত প্রতিবেদন পাঠ করবেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। সভাপতিত্ব করবেন চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। বিজ্ঞপ্তি