খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বেজগাতী সাইফউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার সকালে মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা প্রমুখ। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেয়া হয়।