Sun. Oct 19th, 2025
Advertisements

53kখোলা বাজার২৪, রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬: বাগেরহাটের শরণখোলায় মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। রবিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত টানা ৮ ঘন্টা বলেশ্বর নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুল রহমান জানান, তাপালাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আরাফাত শেখের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন। শরণখোলা উপজেলার রাজেশ্বর, জিলবুনিয়া, তাফালবাড়ি, বগী এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও মাঝেরচর সংলগ্ন বলেম্বর নদীতে পেতে রাখা অবস্থায় এ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। ইলিশ সংরক্ষণে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা।