Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road-accident-bdচট্টগ্রামের সীতাকুন্ডে মাদামবিবির হাটের পাশের মদনহাটে ৭ নম্বর রুটের একটি মিনিবাসকে পেছন থেকে ট্রাকের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে সীতাকুন্ডের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ পাঠান জানান, মাদামবিবির হাটের পাশের মদনহাটে ৭ নম্বর রুটের একটি মিনিবাসটি যাত্রী উঠা নামার জন্য দাড়িয়েছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। ট্রাকটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের কেবিনে বসা সমলাল চন্দ্র পাল (৪০) এবং বাসের পেছনের সিটে বসা পলিমা (৩০) নিহত হন। নিহত পলিমা নেত্রকোনার বড়মনগড়া গ্রামের সমীরণের স্ত্রী। সমলাল পটুয়াখালীর কনকদিয়ার বাউফলের সুরেন পালের ছেলে। দুর্ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছেন বলে জানান সালেহ আহমদ পাঠান। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।