Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kগাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে আসাদুজ্জামান মান্নানের মাছের পুকুরে গত মঙ্গলবার দিবাগত রাতে বিষ দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছেন দূবৃত্তরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নামিলা গ্রামে ৩ বিঘা জমিতে একটি প্রজেক্ট করেন। এ প্রজেক্টের মধ্যে মাছ চাষ ছিল অন্যতম দূবৃত্তরা গত মঙ্গলবার দিবাগত রাতে মান্নানের মাছের পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছেন।

পুকুরের মালিক আসাদুজ্জামান মান্নান জানান, পুকুর দেখাশুনার দায়িত্বে থাকা সকালে গিয়ে দেখে পুকুরের মাছ মরে ভেসে উঠছে।তখন সে আমাকে জানালে আমি পুকুরে গিয়ে দেখি অধিকাংশ মাছ মরে গেছে কিছু মাছ পানীর উপরে ভাসছে।এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এখন পুকুরে আর কোন মাছ নেই।

এই ব্যাপারে তদন্তে আসা কাপাসিয়া থানার এ এস আই আজহারুল বলেন, পুকুরের মালিক আমাকে বিষয়টি জানায় আমি পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। আমরা তদন্ত করে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।