Sat. Oct 25th, 2025
Advertisements

41বাংলাদেশের জ্যৈষ্ঠ নাগরিকদের জন্য ভিসা সহজতর করেছে প্রতিবেশী দেশ ভারত।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ সেপ্টেম্বের থেকে ৬৫ বছর বা তার ঊর্ধ্ব বয়সী বাংলাদেশি জ্যৈষ্ঠ নাগরিকদের ভিসা আবেদন জমা দেবার ক্ষেত্রে কোন প্রকার সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেনের নেওয়ার প্রয়োজন নেই।
এতে আরও বলা হয়, জ্যৈষ্ঠ নাগরিকগণ নিজেরাই বাংলাদেশে যেকোন ইন্ডিয়ান ভিসা সার্ভিস সেন্টারে গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশিরা ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাবেন বলে সম্প্রতি ঘোষণা দেয় ভারত সরকার।
এটি প্রবীণদের সুবিধাকল্পে শুভেচ্ছা নিদর্শনস্বরূপ একটি পদক্ষেপ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে দুইদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে ভারতীয় ভিসার পাওয়ার সুবিধা আরও একধাপ উন্নিত হবে বলে আশা করা যায়।