Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road-accident-bdটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালমা (২৪) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মহাদেবপুর এলাকার মোমিনুল ইসলামের স্ত্রী, একই জেলার রাজারহাট থানার রহিমা (৩০) ও তার ছেলে বায়েজীদ (০৭), অন্য ২জনের পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুর হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান, সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকায় আসছিল। পথে উপজেলার কুরনি এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
পরে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত ৫জনের মৃতদেহ ওই হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।