Tue. Oct 14th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরে হয়বতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নাটোর-বনপাড়া মহাসড়কের সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ছিলেন বেসরকারী সংস্থা ‘আশা’র সিংড়া উপজেলার হাতিয়ন্দহ এলাকার মাঠ কর্মী । তিনি বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিও কর্মী সাইফুল ইসলাম মোটর মাইকেল যোগে বড়াইগ্রাম থেকে সিংড়ায় নিজ কর্মস্থলে আসছিলেন। পথে নাটোর-বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় এলে বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।