সিরাজদিখান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, কলাম লেখক, বুদ্ধিজিবী ড. মীজানুর রহমান শেলীর সহধর্মীনি সুফায়া রহমান (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় স্বামী, ২ ছেলে, ২ নাতি, ২ নাতনিসহ অসংখ্য আত্মিয়-সজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৭ সেপ্টম্বর) সকাল ১০ টায় ঢাকা গ্রীনরোডে ২য় জানাযা শেষে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হয়। এর আগে গ্রীনরোড ডরমিটরী জামে মসজিদে বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমার ১ম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরদেহ পান্থপথ সমরিতা হাসপাতালে হিমাগারে রাখা হয়েছিল।
সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষে আহ্বায়ক কে. এন. ইসলাম বাবুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।