রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে যুবলীগের গোলাগুলিতে আহত দুই কর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ দুজনই তার শাখার সদস্য। প্রতিপক্ষ যুবলীগ কর্মী হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী আজ শনিবার সকালে গণমাধ্যমকে জানান, গতকাল রাত ১১টার দিকে এজিবি কলোনির আইডিয়াল জোন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের গুলিতে আহত হন ইমন ও বাবু নামের দুই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুর অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য তাঁকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে সেখানে নেওয়ার পথেই মারা যান তিনি। আহতদের হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ বলেন, তারা একটি ক্লাবে বসে ছিল। কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।