Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

chittagangচট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। আজ শনিবার দুপুরে বন্দর থানাধীন গোসাইল ডাঙ্গা বারেক বিল্ডি পেট্রোল পাম্পের পার্শ্বে সরকার টাওয়ারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সেলিম জানায়, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্যে।

তিনি জানান, সুমিত চৌধুরী তার মা কুমকুম চৌধুরী কে ধারালো অস্ত্রের মাধ্যমে গলা কেটে হত্যা করে। ছেলেটি পরে আত্বহত্যার চেষ্টা করলে তাকে আহত অবস্থায় উদ্ধার চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা সুকময় চৌধুরী সরকারী ইনকাম ট্যাক্সে উকিল জানান ওসি। দুই ভাইয়ের মধ্যে সৌমিত্র চৌধুরী ছোট।সে গতবার এইচ এসসি পরীক্ষায় ফেল করে। কেন খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মাকে জাবাই করে হত্যা করা হয়েছে।।