Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38মুন্সিগঞ্জ প্রতিনিধি: শ্রীনগর বাস চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃদ্ধার নাম শুকুর শেখ (৭০) তার বাড়ি পাইকপাড়া ষোলঘর। বৃদ্ধা দুধ বিক্রি করতে এসেছিল। শনিবার বেলা সাড়ে এগারটায় দিকে উপজেলা উমপাড়া বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঢাকা- মাওয়া মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে এবং ৫ টি বাস ভাংচুর করে। দীর্ঘক্ষন চেষ্টা করে পুলিশ ব্যর্থ হয়। পরে ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম নিহতের পরিবার কে ৫০ হাজার টাকা নগদ সাহায্য দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়।

আহতরা হলো আশিষ (৩২), আসাদ (২৫), রেহানা (৩৫), মাসুম (৩০), বাসু (২৮), হাসু (২২)। বাকীদের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীনগর অফিসার্স ইনচার্জ মো: সাহিদুর রহমান জানান, বৃদ্ধলোকটি রাস্তা পাড় হচ্ছিলেন এ সময় গাড়ি চাপা পড়ে মারা যান। ইউনিয়ন চেয়ারম্যান মৃত্যু ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ায় অবরোধ বন্ধ হয়েছে।