Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে ঘায়েল করতে বর্তমান সরকার ধারাবাহিক জুলুম নির্যাতন চালাচ্ছে। এ জন্যই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ফেনীতে বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, লক্ষ্মীপুরের যুবদল নেতা আকতার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি নুর নবী চৌধুরী এবং ছাত্রদলের কর্মী আবদুল হালিম,মোঃ আরিফ, মনছুর আলম, সারাফাত হোসেন, রেদোয়ান হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াাট মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে।
বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।