Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘হলুদ সাংবাদিকদের’ পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
রাজধানীতে শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। এজন্য নাকি ৩৫টি অনলাইন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে।
“আসলে বাংলাদেশের পত্র-পত্রিকার মতো স্বাধীনতা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি ইউরোপের দেশগুলোর সংবাদ মাধ্যমও বাংলাদেশের মত স্বাধীনতা ভোগ করে না।”
তিনি বলেন, “যেসব পত্র-পত্রিকা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, হলুদ সাংবাদিকতা করে, মির্জা ফখরুল তাদের পক্ষ নিয়ে কথা বলছেন। এই হলুদ সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
“যারা অনর্গল মিথ্যা কথা বলে, তাদের পক্ষে অবস্থান নিয়ে তিনি প্রমাণ করেছেন ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা কথা বলেন।”
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এই আলোচনা সভায় হাছান বলেন, “দল গোছানোর চেষ্টা করছেন ভালো কথা; আপনারা তো জঙ্গি লালন-পালন করছেন। এই সর্বনাশা পথ পরিহার করে অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন।”
বিএনপিনেত্রী হজ থেকে ফিরে জঙ্গিদের বাদ দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনীতিতে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
‘সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন’ আয়োজনে বিএনপি মহাসচিবের দাবির বিষয়ে হাছান বলেন, “সবার অংশগ্রহণে নির্বাচন হোক সেটা আমরাও চাই। ২০১৪ সালের নির্বাচনের মত ভুল স্বীদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।”